গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

সম্পাদকীয়



‘গল্পগুচ্ছ’ পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল । এটি ৬ষ্ঠ বর্ষের প্রথম সংখ্যা । অন্তর্জালে বাংলা ওয়েব পত্রিকা বা ব্লগজিনের ভীড়ে গল্পগুচ্ছর একটি স্বাতন্ত্র আছে । অন্যান্য ওয়েব পত্রিকাগুলিতে কবিতা, প্রবন্ধ, ভ্রমণ-কাহিনী ইত্যাদির সঙ্গে গল্প থাকে । কিন্তু শুধুমাত্র গল্পের পাক্ষিক পত্রিকা হিসাবে ‘গল্পগুচ্ছ’ সম্ভবত অদ্বিতীয়।


‘গল্পগুচ্ছ’র পাঁচ বছরের পথ চলায় পেয়েছি লেখক-লেখিকা, পাঠক-পাঠিকার অকুন্ঠ সহযোগীতা । বস্তুত তাঁদের সহযোগিতা ভিন্ন গল্পগুচ্ছ কিছুতেই পাঁচ-পাঁচটা বছর পেরিয়ে আসতে পারতো না । এই সুযোগে গল্পগুচ্ছর সমস্ত শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ।